শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভাঙা কালভার্ট, দুর্ভোগে এলাকাবাসী

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

ভাঙা কালভার্ট, দুর্ভোগে এলাকাবাসী

সিলেটের বিশ্বনাথে বেহাল গ্রামীণ সড়কে কালভার্ট -বাংলাদেশ প্রতিদিন

ভাঙা কালভার্ট। দুর্ভোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কয়েক হাজার মানুষ। গ্রামীণ সড়কের এই কালভার্ট দুই বছর ধরে ভেঙে চলাচল বন্ধ। ফলে এলাকাবাসীর দুর্ভোগ ও বিড়ম্বনার শেষ নেই। অতি বর্ষণে সরে গেছে দুপাশের মাটিও। এতে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বেকায়দায় পড়েছেন চলাচলকারী স্কুল শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ। কালভার্টের অভাবে দীর্ঘসময় এ সড়ক অকেজো থাকলেও ব্যবস্থা নেয়নি কেউ। সরেজমিন উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামে দেখা যায়, কাদিপুর থেকে কড়ইশাইল হাওরে মধ্যদিয়ে ইলামের গাঁও গ্রামের উচ্চ বিদ্যালয় পর্যন্ত গেছে কাঁচা সড়ক। ভেঙে পড়ে আছে কালভার্ট। কালভার্টের সুরকি ও  ইট উঠে গেছে। দুপাশে সৃষ্টি হয়েছে বড় বড় খাদের। বর্তমানে পায়ে হেঁটে এ পথে চলাচলও দুষ্কর। স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর পূর্বে কাদিপুর, লামারচক, উপরের চক, আজিদ নগর ও দশদল গ্রামের শিক্ষার্থীদের ইলামের গাঁও উচ্চ বিদ্যালয়ে যাতায়াত সুবিধার্থে বিকল্প এ গ্রামীণ সড়কটি তৈরি করা হয়। পরে ইলামের গাঁও, পুরানগাঁও, কৈলানপুর, আনরপুর, বিশঘর, দশপাইকা ও চানপুরসহ বেশ কটি গ্রামের সাধারণ মানুষের জন্যে। এছাড়া কাদিপুর ইাউনিয়ন সরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাসেবা নেওয়ার সহজ যোগাযোগ ব্যবস্থা হয়ে ওঠে গ্রামীণ এ সড়কটি। এলাকার শিক্ষার্থী, রোগী, বয়োবৃদ্ধ ছাড়াও স্থানীয় কৃষকরা প্রতিদিন খেত-খামারে যাতায়াত করেন এ পথে। প্রায় দুই বছর পূর্বে সড়কের মাধ্যখানের কালভার্ট ভেঙে যাওয়ায় এখন প্রায় অকেজো হয়ে পড়ে আছে সড়কটি। দশদল গ্রামের কৃষক মর্তুজ আলী (৭৫) বলেন, অকেজো এ সড়কের খবর রাখে না কেউ। আমরা অনেকবার সংস্কারের দাবি তুলেছি। কোনো ফল পাইনি। জনস্বার্থে এ কালভার্ট দ্রুত নির্মাণ জরুরি। স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, গ্রামীণ সড়কের এ কালভার্টটি জরুরিভিত্তিতে সংস্কার করার জন্য সংশ্লিষ্ট সবার কাছে আহ্বান করেছেন। উপজেলা প্রকৌশলী আবু সাঈদ ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, বিষয়টি নিয়ে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ খবর