শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কুষ্টিয়ায় ডিসি অফিস ঘেরাও, মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় যুবলীগ নেতা রাশেদুল ইসলামকে ‘মিথ্যা’ মামলায় ফাঁসানোর প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। এ সময় ষড়যন্ত্রে জড়িতদের        বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। গতকাল এ কর্মসূচিতে হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন।

বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি রবিউল ইসলাম, সদর উপজেলা যুবলীগ সভাপতি আবু তৈয়ব বাদশা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, আওয়ামী লীগ নেতা একরামূল হক প্রমুখ। বক্তারা বলেন, যুবলীগ নেতা রাশেদুল ইসলামের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তিনি অস্ত্রের রাজনীতিও করেন না। রাশেদুল রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। অথচ তাকে আটকের পর র‌্যাব বলছে তিনি চরমপন্থী নেতা। তার বিরুদ্ধে নাকি পাঁচটি মামলা রয়েছে। এছাড়া তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথা বলা হয়েছে। সমাবেশে বক্তারা অবিলম্বে রাশেদুল ইসলামের মুক্তি দাবির পাশাপাশি তাকে ফাঁসানোর ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান। উল্লেখ্য, রাশেদুল ইসলাম কুষ্টিয়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় ভবানীপুর বাজার থেকে ইজিবাইকে করে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে চারজন সাদা পোশাকধারী রাশেদুল ইসলামকে তুলে নিয়ে যান। পরে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশেদুল ইসলামের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ওই মামলায় তিনি বর্তমানে কারাগারে আছেন।

সর্বশেষ খবর