শিরোনাম
শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভেকুর চাকায় পিষে শিশু হত্যার অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের জালশুকা এলাকায় গতকাল ভেকুচাপায় লিপু আহম্মদ (৬)  নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ চালক ইচ্ছাকৃতভাবে ওই শিশুকে চাপা দিয়েছে। শিশু মৃত্যুর খবরে গ্রামের শত শত লোক ঘটনাস্থলে গিয়ে ‘হত্যাকারীর’ গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ করেন। পুলিশ জানায়, উত্তর কাঞ্চনপুর গ্রামের রাজ মিস্ত্রি জাহাঙ্গীর আলমের ছেলে লিপু সকালে আরও দুই শিশুকে নিয়ে বংশী নদীর পাড়ে শর্ষে খেতে আসে। তখন তিন-চারশ গজ দূরে জালশোকা গ্রামের পাশে কেউ খেত থেকে ভেকু দিয়ে মাটি কাটছিল। শিশুরা মাটি কাটা দেখতে ভেকুর কাছে আসে। একপর্যায় শিশুরা নরম মাটিতে খেলতে শুরু করে। এ সময় চালক শিশুদের খেলতে মানা করলেও না শোনায় ভেকুটি শিশুদের ওপর তুলে দেওয়ার চেষ্টা করে। এ সময় দুজন দৌড়ে সরে গেলেও লিপু ভেকু গাড়ির চেইনের চাকার নিচে পড়ে মাটিতে ডেবে যায়। চালক রাসেল পেছনে ভেকুটি নেওয়ার চেষ্টা করলে দিপুর মাথা ফেটে নিহত হয়।

 ও শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। নিহত শিশুর চাচা রফিকুল ইসলাম জানান, আমরা লিপু হত্যাকারীর গ্রেফতারের দাবি জানাই। লিপুকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মুজাহিদুল ইসলাম জানান, লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুকে হত্যা করা হয়েছে।

সর্বশেষ খবর