শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ফ্যাক্টর অবাঙালি ভোটার জমে উঠেছে নির্বাচন

নীলফামারী প্রতিনিধি

ফ্যাক্টর অবাঙালি ভোটার জমে উঠেছে নির্বাচন

প্রচার-প্রচারণায় জমে উঠেছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচন। আগামী ১৬ জানুয়ারির নির্বাচনকে ঘিরে প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। প্রতীক বরাদ্দের পর  থেকে পৌর শহরজুড়ে শোভা পাচ্ছে প্রার্থীদের পোস্টার। পোস্টারে ছেয়ে গেছে পৌর শহরের প্রধান প্রধান সড়ক ছাড়াও সব অলিগলি। সৈয়দপুর পৌরসভা ১৫টি ওয়ার্ড নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৯৩ হাজার ৮৫৮ জন। পৌরসভায় প্রায় ৪০ হাজার ভোটার অবাঙালি (বিহারি)।  নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রাফিকা আকতার জাহান (নৌকা), জাতীয় পার্টির আলহাজ সিদ্দিকুল আলম (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ নূরুল হুদা (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার (নারিকেল গাছ) ও রবিউল আউয়াল রবি (মোবাইল ফোন) লড়ছেন। প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই কোনো প্রার্থী। চার চারবার নির্বাচিত মেয়র অসুস্থতাজনিত কারণে কর্মী ও সমর্থকরা তাঁর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে পৌরসভায় ভোটের ফ্যাক্টর হচ্ছেন অবাঙালি (বিহারি) ভোটার। এরা যেদিকে ভোট দেন সেই প্রার্থী জয়লাভ করে থাকেন। অতীতে তাই দেখা গেছে। দুই নম্বর ওয়ার্ডের ভোটার নওশাদ জাহান বলেন, পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকারের সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী রাফিকা আকতার জাহান অথবা জাপার সিদ্দিকুল আলমের প্রতিদ্বন্দ্বিতা হবে।  সহকারী রিটার্নিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম জানান, আগামী ১৬ জানুয়ারি পৌরসভার ভোট হবে ইভিএম পদ্ধতিতে (ইলেকট্রনিক ভোটিং মেশিন)। এজন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোনো প্রার্থী আচরণবিধি যেন লঙ্ঘন না করেন সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর