শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

১০ বছর বন্ধ পাবলিক লাইব্রেরি

ধামরাই প্রতিনিধি

১০ বছর বন্ধ পাবলিক লাইব্রেরি

প্রায় ১০ বছর ধরে বন্ধ ঢাকা জেলার ধামরাই উপজেলার পাবলিক লাইব্রেরিটি। বন্ধ থাকায় বই পড়া থেকে বঞ্চিত হচ্ছেন বইপ্রেমীরা। উপজেলা প্রশাসন থেকে লাইব্রেরিটি চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে না। এতে উপজেলার নতুন প্রজন্ম বই পড়ার শিক্ষা ও আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় লেখক-কবি, সাংস্কৃতিককর্মী ও জ্ঞানপিপাসু পাঠকরা পাচ্ছে না নতুন ও উন্নত বইয়ের সান্নিধ্য। এতে মুক্তবুদ্ধিচর্চা ব্যাহত হচ্ছে। লাইব্রেরিটি বন্ধ থাকায় অবসর সময়ের বই পড়া থেকে বঞ্চিত হয়ে বর্তমান প্রজন্মের অনেক ছেলেমেয়েই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের দিকে ঝুঁকে যাচ্ছে। আবার কেউ কেউ মাদকাসক্তও হয়ে পড়ছে। দ্রুত লাইব্রেরিটি খুলে দেওয়ার দাবি স্থানীয়দের। লাইব্রেরিটি খুলে দেওয়া হলে অবসর সময়ে সব শ্রেণির বইপ্রেমীরা সময় কাটানো ও জ্ঞান লাভে সুযোগ পেত। ধামরাই উপজেলা চত্বরে ১৯৯৬ সালে নির্মাণ করা হয় ধামরাই পাবলিক লাইব্রেরি। লাইব্রেরিটি নির্মাণের পর শুরুর দিকে কয়েক বছর নানা বয়সী বইপ্রেমীর পদচারণায় মুখরিত থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতায় সেই প্রদচারণা ধীরে ধীরে কমতে থাকে। একসময় এতে আর  লোকজনের যাতায়াত দেখা যায় না। বেশির ভাগ সময় লাইব্রেরিটি বন্ধ থাকে। সবশেষ গত দুই বছর আগে কয়েক মাসের জন্য খোলা হলেও এখন একেবারেই বন্ধ রয়েছে লাইব্রেরিটি। ধামরাই উপজেলা পরিষদের  চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন জানান, লাইব্রেরিটি আবারও যেন বইপ্রেমীদের পদচারণায় মুখরিত হয় সে জন্য লাইব্রেরিটি খুলে দেওয়ার উদ্যোগ নেব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর