শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সড়কের পাশে ময়লার ভাগাড়

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সড়কের পাশে ময়লার ভাগাড়

সিদ্ধিরগঞ্জের স্টাফ কোয়ার্টার সড়কের পাশে ময়লার স্তূপ -বাংলাদেশ প্রতিদিন

সিদ্ধিরগঞ্জের কয়েকটি সড়কের পাশে নিয়মিত ফেলা হচ্ছে সিটি করপোরেশনের ময়লা-আবর্জনা। এতে চলাচলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিমে (চিটাগাংরোড আহসানউল্লাহ মার্কেটের পাশে) ময়লা ফেলার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না।  এ ছাড়া মহাসড়কের মৌচাক বাস স্ট্যান্ডের পাশে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের জালকুড়ি, শিমরাইল-আদমজী ইপিজেড-নারায়ণগঞ্জ সড়কের আদমজী ইপিজেড ও ভান্ডারীরপুল এবং সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড-ডেমরার স্টাফ কোয়ার্টার সড়কের খানকায়ে মসজিদের পাশে ফেলা হচ্ছে আবর্জনা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৩ নম্বর ওয়ার্ডের মুক্তিনগর এলাকার সাহাদাত হোসেন বলেন, চিটাগাংরোড-ডেমরার স্টাফ কোয়ার্টার সড়কে নিয়মিত শত শত মানুষ চলাচল করেন। দিনের পর দিন এ স্থানটি ময়লার ভাগাড়ে পরিণত হলেও যেন দেখার কেউ নেই। তাছাড়া শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কের পশ্চিম পাশে নিয়মিত ময়লা ফেলা হয়। ভারি বৃষ্টি হলে এ স্থানের ময়লা-আবর্জনা সড়কে ছড়িয়ে পড়ে। নাসিকের স্যানিটারি বিভাগের কর্মকর্তা আলমগীর হিরণ জানান, নাসিকের জনবলের সংকট রয়েছে। সীমিত জনবল দিয়ে অনেক এলাকায়ই সঠিকভাবে কাজ করা সম্ভব হচ্ছে না।

বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা অপসারণের লক্ষ্যে পরিচ্ছন্ন কর্মীরা কাজ করে যাচ্ছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর