শনিবার, ৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিটে ওষুধ কোম্পানির বিজ্ঞাপন!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের টিকিট ও ভর্তির কাগজে বেসরকারি ওষুধ কোম্পানির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এ নিয়ে দুটি ওষুধ কোম্পানির কাছ থেকে বিপুল অঙ্কের আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসা রোগীদের ৫ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। সেই টিকিটের গায়ে ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানির পাঁচটি ওষুধের বিজ্ঞাপন দেওয়া রয়েছে। এছাড়া রোগীর ভর্তির জন্য ৮ টাকা করে কাটতে হয় ফরম। ওই ফরমের কাগজেও একটি কোম্পানির বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন। অভিযোগ আছে, সরকারি টিকিটের             গায়ে ওষুধ কোম্পানির বিজ্ঞাপন দিতে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় বলেন, টিকিটগুলো অনেক আগের। আমি যোগদান করারও আগে ওষুধ কোম্পানি টিকিটগুলো দিয়েছিল বলে জানতে পেরেছি। তবে সরকারি এই কাগজে বিজ্ঞাপন দেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে টিকিটগুলো না দেওয়ার জন্য বলব। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ জানান, কোনো অবস্থায়ই হাসপাতালের সরকারি টিকিটে কোনো ওষুধ কোম্পানির বিজ্ঞাপন দেওয়া যাবে না। আমি খোঁজ নিচ্ছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর