রবিবার, ১০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আমনের দামে হতাশ কৃষক

মণে কমেছে ১০০ টাকা ধান কেনা কমিয়ে দিয়েছেন মিল মালিক

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ১১ উপজেলায় আমন মৌসুমের শুরু থেকেই ধানের বাজার ছিল ঊর্ধ্বমুখী। ধানের দাম বেশি হওয়ায় দুই সপ্তাহ আগে বেড়েছে চালের মূল্যও। বৃদ্ধি পাওয়া দামেই স্থিতিশীল রয়েছে চালের বাজার। এরই মধ্যে চাল আমদানি শুল্ক কমিয়ে দেওয়ার খবরে গত এক সপ্তাহের ব্যবধানে নওগাঁয় প্রতিমণ ধানের দাম কমেছে ১০০ টাকা। তাছাড়া স্থানীয় বাজার থেকে মিল মালিকরা ধান কেনা কমিয়ে দেওয়ায় হতাশ কৃষক। জেলার বিভিন্ন মোকামে খোঁজ নিয়ে জানা যায়, ধানের বাজার বৃদ্ধির অজুহাতে গত তিন সপ্তাহের ব্যবধানে মোটা ও চিকন চালের দাম পাইকারি বাজারে কেজিপ্রতি ৩-৪ এবং খুচরায় ৫-৬ টাকা বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে হঠাৎ ধানের দাম কমতে শুরু করলেও চাল আগের দামেই বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক কমিয়ে দেওয়ায় বিপুল পরিমাণ চাল আমদানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে কমে যেতে পারে দেশের চালের বাজার। এই পরিস্থিতিতে মিলাররা চিন্তা-ভাবনা করে ধান কিনছেন। সম্প্রতি খাদ্যমন্ত্রী চাল আমদানির শুল্ক ৬২ দশমিক পাঁচ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দেন। নওগাঁর বড় ধানের মোকাম মহাদেবপুরের মাতাজীহাট, রানীনগরের আবাদপুকুরহাট, মান্দার চৌবাড়িয়াহাট ঘুরে দেখা যায়, মোটা জাতের স্বর্ণা-৫ ধান প্রতিমণ বিক্রি হচ্ছে ১০৫০-১০৬০ টাকায়। যা আগে বিক্রি হয়েছে ১১৬০ থেকে ১১৭০ টাকায়। আর গুটি স্বর্ণা (স্বর্ণা-৫১) ধান প্রতি মণ বিক্রি হচ্ছে ১০৩০ থেকে ১০৪০ টাকা। যা আগে বিক্রি হয়েছে প্রতি মণ ১১২০ থেকে ১১৩০ টাকায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর