রবিবার, ১০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

রাত হলেই ডাকঘরে বসে মাদকের আসর

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার সাব ডাক ভবনের অবস্থান প্রধান সড়কের পাশে। সীমানা প্রাচীর ও গেট না থাকায় যে কেউ ঢুকতে পারেন ভবনের আঙ্গিনায়। কেউ সেখানে রাখছেন ব্যবসার মালামাল। কেউ বা পার্কিং করছেন গাড়ি। আর রাত হলেই এই ডাক ভবন ঘিরে বসে জুয়া-মাদকের আসর। সরেজমিন দেখা যায়, রুহিয়া সাব ডাকঘরের পুরনো ভবনের রাখা হয়েছে জ্বালানি কাঠ। পেছনের ভবনের চারপাশে পড়ে আছে আবর্জনা ও ফেনসিডিলের খালি বোতল। জানা যায়, গত বছরের ২৬ আগস্ট  ডেপুটি পোস্টমাস্টার জেনারেল বরাবরে রুহিয়া সাব ডাকঘরের গেট ও সীমানা প্রাচীর নির্মাণের জন্য আবেদন করেন পোস্ট মাস্টার আমানুল হক। স্থানীয়রা অভিযোগ করেন, ডাক ভবনের চারদিকে থাকা আবর্জনার দুর্গন্ধে মানুষ আসতে পারে না।

অফিসের গেট ও প্রাচীর না থাকায় বাজারের অনেকে এখানে ময়লা ফেলে আর রাতে আড্ডা দেয় মাদকসেবীরা। দ্রুত সময়ের মধ্যে গেট ও সীমানা প্রাচীর নির্মাণের অনুরোধ জানান তারা। রুহিয়ার পোস্ট মাস্টার আমানুল হক জানান, ডাক ভবনের গেট ও সীমানা প্রাচীর প্রয়োজন মর্মে সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে দিনাজপুর ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আজাদ আল সামসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ খবর