রবিবার, ১০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিদ্রোহী নিয়ে বিব্রত আওয়ামী লীগ, ফুরফুরে বিএনপি

সাইফউদ্দীন আহমেদ লেনিন, কিশোরগঞ্জ

বিদ্রোহী নিয়ে বিব্রত আওয়ামী লীগ, ফুরফুরে বিএনপি

আসন্ন কিশোরগঞ্জ পৌরসভার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আওয়ামী লীগ। একক প্রার্থী নিয়ে ফুরফুরে মেজাজে বিএনপি। দুই দলের সমর্থকরা মনে করছেন ভোটের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠাও তত বাড়ছে। ভোটারদের মন জয় করতে তৎপর সব প্রার্থীই। কার পাল্লায় ভোট বেশি পড়বে। সে হিসাব-নিকাশ করতে শুরু করেছেন তারা। কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে পারভেজ মিয়া, বিএনপি  থেকে ধানের শীষ প্রতীকে ইসরাইল মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাখা প্রতীকে নজরুল ইসলাম, এনপিপি মনোনীত আম প্রতীকে স্বপন মিয়া ও জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শফিকুল গণি ঢালী লিমন মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে লড়ছেন। এ ছাড়া এ পৌরসভার ৯টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫৯ জন প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ থেকে পারভেজ মিয়া গত নির্বাচনে দল থেকে একক প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করে বিজয়ী হয়েছিলেন।

 কিন্তু এবার ভিন্ন প্রেক্ষাপট। মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শফিকুল গণি ঢালী লিমন। অনেকের মতে, তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত। সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে জয়ের ব্যাপারে তিনি পুরোপুরি আশাবাদী বলে জানিয়েছেন। অপরদিকে ফুরফুরে মেজাজে প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী ইসরাইল মিয়া। দলে একক প্রার্থী হিসেবে জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী ইসরাইল মিয়া। হাত পাখা প্রতীকের প্রার্থী নজরুল ইসলামের প্রচারণাও জমজমাট। তবে অন্যদের তুলনায় আম প্রতীকের প্রার্থী স্বপন মিয়ার প্রচারণা খুব একটা দেখা যায়না। কাউন্সিলর প্রার্থীরাও সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭১ হাজার ৮৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩৪ হাজার ২৮৫ জন ও মহিলা ভোটার ৩৬ হাজার ৭৯৯ জন। আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর