রবিবার, ১০ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

৪০ দিনের কর্মসূচি ৩০ দিনেই শেষ!

সখীপুরে বেহাল গ্রামীণ সড়ক

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলার অধিকাংশ গ্রামীণসড়কের বেহাল অবস্থা বিরাজ করছে। এসব সড়কে চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। সরেজমিন দেখা যায়, গত বর্ষার শুরুতে উপজেলার বিভিন্ন কাঁচা সড়ক বেহাল হয়ে পড়ে। পরবর্তীতে কর্মসৃজন প্রকল্পের ৪০ দিনের কর্মসূচি দিয়ে সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু অধিকাংশ গ্রামীণ সড়কে মাটি পড়েনি। হাতিবান্ধা ইউনিয়নের চাকদহ গ্রামে গিয়ে দেখা যায় সংস্কারের অভাবে নদীর সঙ্গে মিশে যাচ্ছে চাকদহ বাজারে যাওয়ার কাঁচা রাস্তা। একাধিক ইউপি সদস্য জানান, গত ২১ নভেম্বর উপজেলার আট ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের ৪০ দিনের কর্মসূচির আওতায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজ শুরু হয়। কর্মসূচির ৩০ দিনের মাথায় পিআইওর নির্দেশেই কাজ বন্ধ করা হয়। যে কারণে অনেক কাঁচা সড়ক সংস্কার করা যায়নি। শ্রমিকরা জানান, একজন শ্রমিক প্রতিদিন কাজের বিনিময়ে ২০০ টাকা মজুরি পান। আগে ওই ২০০ টাকা থেকে ২৫ টাকা করে সঞ্চয় রাখা হতো। এ বছর ৫০ টাকা করে সঞ্চয় রাখা হচ্ছে। এতো অল্প মজুরি থেকে ৫০ টাকা করে সঞ্চয় রাখায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। হাতিবান্ধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হাশেম মিয়া বলেন, পিআইওর নির্দেশে কাজ বন্ধ করা হয়েছে। তিনি আবার নির্দেশ দিলে কাজ শুরু করব। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এরশাদুল আলম বলেন, কর্মসৃজন প্রকল্পের কাজের মেয়াদ ছিল গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

মেয়াদ শেষ হওয়ায় কাজ বন্ধ। মেয়াদ বাড়ানো হলে বাকি কাজ শেষ করা হবে। ২৫ টাকা সঞ্চয়ের স্থলে ৫০ টাকা করা হয়েছে সরকারি নীতিমালা অনুযায়ীই।

সর্বশেষ খবর