সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বন্দীদশা থেকে মুক্তি চায় ৮৫ পরিবার

বেনাপোল প্রতিনিধি

বন্দীদশা থেকে মুক্তি চায় ৮৫ পরিবার

বন্দর কর্তৃপক্ষের অবহেলায় মানবেতর জীবনযাপন -বাংলাদেশ প্রতিদিন

যশোরের বেনাপোল স্থলবন্দরের ভারতীয় ট্রাকটার্মিনালের পশ্চিম পাশে বসবাসরত ৮৫ পরিবারের আট শতাধিক মানুষ বন্দীদশা থেকে মুক্তি পেতে চান। বন্দর কর্তৃপক্ষের অবহেলায় নানা সমস্যার মধ্যে মানবেতর জীবনযাপন করছেন তারা। ২০০৭ সালের ১১ নভেম্বরের আগে ওই জায়গাটি ছিল উন্মুক্ত। পরে কর্তৃপক্ষ বেনাপোল বন্দর সুরক্ষিত রাখতে গ্রামের পাশ দিয়ে নির্মাণ করে প্রাচীর। এতে আটকা পড়েন এখানে বসবাসকারীরা। এই বন্দীদশা থেকে রক্ষা পেতে প্রাচীরের কয়েক জায়গা ভেঙে যাতায়াত করতে থাকেন তারা। এ অবস্থায় রোগী ও স্কুলগামী শিশুদের ভোগান্তির শেষ নেই। তাছাড়া রাত হলেই শুরু হয় ভারত থেকে আমদানি করা লোহা ও লৌহজাতীয় পণ্য আনলোডের বিকট শব্দ। কাঁপতে থাকে গোটা এলাকা। এলাকাবাসী কয়েকবার বন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত ও মৌখিকভাবে বিষয়টির সমাধান চেয়ে আবেদন করলেও কাজ হয়নি। তারা এ সমস্যার সমাধান চেয়ে আন্দোলনও করেছেন। শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, বন্দরের পার্শ্ববর্তী ওই এলাকায় বসবাসরত মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক হারুন অর রশীদ বলেন, ‘ওই এলাকায় পরিবেশ দূষণ হচ্ছে এমন অভিযোগ পেয়েছি।

সর্বশেষ খবর