সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সার্ভার জটিলতায় স্থবির জন্মনিবন্ধন কার্যক্রম

বিপাকে ভর্তিচ্ছু শিক্ষার্থী

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সার্ভার জটিলতার কারণে প্রায় এক মাস ধরে ব্যাহত হচ্ছে জন্ম-মৃত্যুসহ সব ধরনের অনলাইন নিবন্ধন কার্যক্রম। বিপাকে পড়ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। জন্মনিবন্ধন না পেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করাতে গিয়ে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। উপজেলার ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রগুলোতে জমে আছে হাজারের বেশি আবেদন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি সার্ভার সমস্যা শুধু এ উপজেলায় নয়, সারা দেশেই। জানা যায়, হালুয়াঘাটের ১২টি ইউনিয়ন ও পৌর এলাকায় শিশুর বয়স ৪৫ দিনের মধ্যে হলে সম্পূর্ণ বিনামূল্যে জন্মসনদ দেওয়া হয়। বয়স পাঁচ বছরের নিচে হলে ফি ২৫ টাকা ও পাঁচ বছরের বেশি হলে দিতে হয় ৫০ টাকা। সব আনুষ্ঠানিকতা পূরণ করেও মিলছে না সনদ। হালুয়াঘাট প্রাথমিক শিক্ষা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুধু ভর্তি নয়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির কার্যক্রম ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’-এর মাধ্যমে প্রদান করা হবে। সার্ভার জটিলতায় জন্মসনদ প্রদান ব্যাহত হচ্ছে।

সর্বশেষ খবর