সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সাড়া ফেলেছে মাসুমের ডিজিটাল প্রচারণা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

সাড়া ফেলেছে মাসুমের ডিজিটাল প্রচারণা

কলাপাড়া পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। এ পৌরসভায় নৌকার মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে পৌর আওয়ামী লীগের সম্পাদক দিদার উদ্দীন আহমেদ মাসুম অন্যতম। জনগণের সেবার ব্রত নিয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনৈতিক মাঠে আছেন দেশ স্বাধীনের পর থেকেই। ইতিমধ্যে দিদার উদ্দিন আহম্মেদ মাসুমের প্রচারণামূলক একটি ডিজিটাল প্রকাশনা সাড়া ফেলেছে পৌরবাসীসহ দলের নেতা-কর্মীদের মধ্যে। তার ডিজিটাল এ প্রকাশনার প্রচ্ছদে রয়েছে ‘বঙ্গবন্ধু ও তার দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এবং মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনার ছবি। আছে জাতীয় স্মৃতি সৌধের ছবিসহ দলীয় প্রচারণা ‘আলোর পথে এগিয়ে যেতে, নৌকায় ভোট দিন।’ ভিতরের পাতায় রয়েছে জেলহত্যা দিবসে শাহাদাৎ বরণকারী চার নেতা, অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের ছবিসহ মনোনয়নপ্রত্যাশী মাসুমের রাজনৈতিক কর্মকান্ডের কিছু খন্ডচিত্র। দিদার উদ্দীন আহমেদ মাসুম বলেন, ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আজ তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাস্তবায়নের শেষ প্রান্তে। আমি গণতন্ত্র ও উন্নয়নের রূপকার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের একজন কর্মী হয়ে জনগণের সেবা করার ব্রত নিয়ে পৌরসভা নির্বাচনের দলের মনোনয়নপ্রত্যাশী।’ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল সূত্রে জানা যায়, চতুর্থ ধাপে কলাপাড়া পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে। ১৭ জানুয়ারি মনোনয়ন দাখিল, ১৯ জানুয়ারি বাছাই ও ২৬ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

সর্বশেষ খবর