সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

এক পলক

এক পলক

উচ্ছেদ অভিযান

ঢাকার সাভারের বড় আশুলিয়া এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা উচ্ছেদে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদফতর। গতকাল দুটি ভাটা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজিদ আহম্মেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। গুঁড়িয়ে দেওয়া ভাটা দুটি হলো- মেসার্স রাজু ব্রিকস ও মেসার্স এএবি ব্রিকস। -সাভার প্রতিনিধি

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে শাহিনা আক্তার (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে শহরের জয়দেবপুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। শাহিনা ময়মনসিংহের কোতোয়ালি থানার পদিয়ারচর গ্রামের শাহজাহানের স্ত্রী। তিনি গাজীপুর শহরে ভাড়া থেকে গার্মেন্টে কাজ করতেন। -গাজীপুর প্রতিনিধি

দৃশ্যমান শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার

কুমিল্লার লালমাইয়ে দৃশ্যমান হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৬০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ১৭৯৬.৪০ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি।

-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর