সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রার্থীদের প্রচারণায় মুখরিত দিনাজপুর

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

প্রার্থীদের প্রচারণায় মুখরিত দিনাজপুর

দিনাজপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতিশ্রুতি আর প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পৌর এলাকা। পোস্টারে ছেয়ে গেছে শহরের অলি-গলিসহ সব সড়ক। যেদিকে তাকানো যায়, সেদিকেই চোখে পড়বে সারি সারি ঝুলানো পোস্টার। করোনা আর শীতকে পেছনে ফেলে এগিয়ে চলেছে প্রার্থীদের সমর্থনে প্রচার-প্রচারণা।  ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। চায়ের স্টলসহ সব জায়গাতেই চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা আর জল্পনা-কল্পনা। মাইকিং ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও চালাচ্ছে অনেক প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা স্থানীয় ভোটারদের সঙ্গে গণসংযোগ এবং হ্যান্ডবিল বিলি ছাড়াও পৌর এলাকার রাস্তা-ঘাট, ড্রেনসহ যাবতীয় উন্নয়ন ও পৌর নাগরিকদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। দিনাজপুর পৌরসভা নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করে পৌরসভার অসমাপ্ত কাজ সমাপ্ত করার আহ্বান জানিয়ে ভোট প্রার্থনা করছেন বিএনপির দলীয় মেয়র প্রার্থী, বর্তমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। অপরদিকে, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী রাশেদ পারভেজ বলছেন, পৌরবাসীকে সঙ্গে নিয়ে গড়ে তুলতে চাই একটি উন্নত আধুনিক, মডেল ও পরিচ্ছন্ন দিনাজপুর পৌরসভা। তিনি আরও বলছেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আওয়ামী লীগের কোনো প্রার্থী পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেনি। ফলে জেলার সার্বিক উন্নয়নে এবার নৌকাকে ভোট দিয়ে জবাবদিহিতা এবং স্বচ্ছতার পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। এছাড়াও দিনাজপুর পৌর নির্বাচনে জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী আহম্মেদ শফি রুবেল পথসভায় বলছেন, মেয়র পদে নির্বাচিত হলে পৌরবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২৪ ঘণ্টার হটলাইনসহ ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করবেন। এছাড়াও আরও দুজন মেয়র প্রার্থী কমিউনিস্ট পার্টি দিনাজপুরের সভাপতি অ্যাডভোকেট মেহেরুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাবিবুর রহমান রানাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া নির্বাচনে সাধারণ আসনের ১২টি ওয়ার্ডে কাউন্সিলর ৬৪ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৮ জন প্রার্থী  ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। উল্লেখ্য, ২য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। দিনাজপুর পৌরসভার ৪৯টি ভোট কেন্দ্রে মোট ১ লাখ ৩০ হাজার ৮০৩ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ২৬ জন ও মহিলা ভোটার ৬৭ হাজার ৭৭৭ জন।

সর্বশেষ খবর