সোমবার, ১১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কালিয়াকৈরের বিল ঝিলে অতিথি পাখি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরের বিল ঝিলে অতিথি পাখি

শীত আগমনের সঙ্গে সঙ্গে কালিয়াকৈরে বিল-ঝিলে দেখা মিলছে অতিথি পাখি। এসব পাখির কলকাকলি আর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার বঙ্গবন্ধু হাইটেক সিটি, বেনুপুর, বগাবাড়ী, মেদী আশুলাইসহ উপজলার বিভিন্ন জলাশয়ে দেখা মিলছে নানা প্রজাতির অতিথি পাখি। সূর্যোদয় থেকে শুরু করে গোধূলি পর্যন্ত পাখির কলতানে মুখর থাকে এসব বিল-ঝিল। দর্শনার্থী শফিক হোসেন জানান, প্রায়ই আমরা পরিবারের লোকজন নিয়ে পাখি দেখতে আসি। নানা জাতের পাখি দেখে মনটা জুড়িয়ে যায়। কালিয়াকৈরের ইউএনও কাজী হাফিজুল আমিন জনান, পাখি প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায়। যেহেতু আমরা করোনাকাল পার করছি, এ জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এ সৌন্দর্য উপভোগ করতে বলা হয়েছে। তাছাড়া অতিথি পাখি ও বন্যপ্রাণী রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

 অতিথি পাখিকে কেউ বিরক্ত বা হত্যার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর