মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

দ্বিতীয় পদ্মা সেতুকে ওয়াই টাইপ করার দাবি বিএনপির

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টের প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতুর সঙ্গে পাবনার নগরবাড়ীকে সংযুক্ত করে রেল ও গ্যাস সংযুক্তসহ ওয়াই টাইপের সেতু  নির্মাণের দাবিতে রাজবাড়ীতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। গতকাল সকালে জেলা বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এতে উল্লেখ করা হয়, ‘১৯৮৯ সাল থেকে আমরা দৌলতদিয়া-পাটুরিয়া  দ্বিতীয় পদ্মা সেতুর জন্য আন্দোলন করছি।

পয়েন্টে পদ্মা সেতু নির্মাণ ও রেলওয়েকে সম্প্রসারিত করার লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম করছি। তৎকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতাদের সমন্বয়ে ‘পদ্মা সেতু বাস্তবায়ন ও রেল রক্ষা সংগ্রাম কমিটি’ গঠন করে ১৪টি জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আন্দোলন গড়ে তোলা হয়েছিল। এমনকি হরতালও পালন করা হয়েছিল। ফলে তৎকালীন সরকার ‘সম্পূর্ণরূপে রেল সংকোচনের’ নীতি থেকে সরে আসে। পরবর্তীতে দৌলতদিয়া-পাটুরিয়ার পরিবর্তে জাজিরা-মাওয়া পয়েন্টে পদ্মা সেতু নির্মাণ হয়। কারণ টানাটানি করে আমরা ওই অঞ্চলের সঙ্গে পারিনি। এ কথা স্পষ্ট যে, জাজিরা-মাওয়া সেতু চালু হলে এবং অতি দ্রুত দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত না হলে রাজবাড়ীসহ এ অঞ্চলের ১৪টি জেলার যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন ভীষণভাবে ব্যাহত হবে। এ জন্য জরুরিভিত্তিতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা প্রয়োজন। সেক্ষেত্রে এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য দৌলতদিয়া-পাটুরিয়ার সঙ্গে পাবনার নগরবাড়ীকে সংযুক্ত করে ওয়াই টাইপের সেতু নির্মাণের জোর দাবি জানাচ্ছি। আরও বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু।

সর্বশেষ খবর