মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ইরি-বোরো রোপণে ব্যস্ত কৃষক

বাবুল আখতার রানা, নওগাঁ

নওগাঁয় চলছে ইরি-বোরো ধান রোপণের মৌসুম। শীত ও ঘনকুয়াশাকে উপক্ষো করে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে রাণীনগর উপজেলার বিল এলাকায় ইতিমধ্যেই ধান রোপণের কাজ শেষের দিকে। তবে পর্যাপ্ত শ্রমিক থাকায় অনেকটাই স্বস্তিতে আছেন কৃষক ও গৃহস্থরা। জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলায় প্রায় ১৯ হাজার হেক্টর জমিতে ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান রোপণের জন্য প্রায় ১ হাজার হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য উপজেলার চেয়ে শীত ও কুয়াশায় বীজতলার তেমন কোনো ক্ষতি হয়নি। কৃষকরা নিজেদের চাহিদা পূরণ করে আশপাশের অঞ্চলে বোরো ধানের চারা চালান করতে পারবেন। চলতি মাসেই পুরো উপজেলায় ধান রোপণ শেষ হবে। আতাইকুলা গ্রামের কৃষক রনজিত সাহা বলেন, আমাদের জমিগুলো বিল এলাকায় হওয়ার কারণে সবার আগেই আমরা বোরো ধান রোপণ করি। কারণ বর্ষা মৌসুমে আমাদের জমিতে পানি জমে যায়। তাই এই অঞ্চলের কৃষকরা আগাম ধান রোপণ করে। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর শ্রমিক সংকট না থাকায় আমরা কৃষকরা অনেকটাই স্বস্তিতে আছি। এছাড়াও শ্রমিক খরচ অন্যান্য বছরের তুলনায় অনেকটা কম। তাই বর্তমানে কৃষকরা বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ধানই এই অঞ্চলের প্রধান ফসল। তাই কৃষি অফিসের লোকজন সব সময় কৃষকদের জমি প্রস্তুতি থেকে শুরু করে আগাম পরামর্শ দিয়ে আসছেন। আশা করছি চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বোরো ধান চাষ হবে।

সর্বশেষ খবর