মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা এখন পত্রিকা বিক্রেতা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া দুপচাঁচিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান প্রামাণিক (৭৮) সংসারের ঘানি টানতে পত্রিকা বিক্রয় করছেন। বেঁচে থাকার তাগিদে হয়েছেন হকার। জানা যায়, দুপচাঁচিয়া উপজেলার বন্দর নগর তালোড়ার বালুকাপাড়ার রইচ উদ্দিনের ছেলে লুৎফর মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেন। এর আগে তিনি ভারতের কুরমাইলে প্রশিক্ষণ কর্মকর্তা মেজর (অব.) আবু তাহের সরকার ও ক্যাম্প ইনচার্জ অধ্যাপক আবু সাইয়িদ’র নেতৃত্বে প্রশিক্ষণপ্রাপ্ত হন। স্বাধীনতার পর ৪৯ বছর পার হলেও লুৎফর রহমানের নাম মুক্তিযোদ্ধা গেজেট বইয়ে অন্তর্ভুক্ত হয়নি। ফলে সব সুবিধা থেকে তিনি বঞ্চিত রয়েছেন।

লুৎফর রহমান জানান, মুক্তিযুদ্ধের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন মহলে বিভিন্ন সময়ে ধরনা দিয়ে ব্যর্থ হয়েছেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সনদপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র থাকলেও স্থানীয়ভাবে তার নাম না পাঠানোর কারণে আজও তার নাম গেজেটভুক্ত হয়নি।

সর্বশেষ খবর