মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

পণ্যাগার নির্মাণে গতি ফিরবে আমদানি বাণিজ্যে

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দরে আমদানি বাণিজ্য গতিশীল করতে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে রেলের মাধ্যমে আমদানিকৃত পণ্য সংরক্ষণের জন্য ৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত পণ্যাগারের উদ্বোধন করলেন বাংলাদেশ রেলওয়ের ডিজি মুহাম্মাদ শামছুজ্জামান। গতকাল বেনাপোল রেলস্টেশনে পণ্যাগার নির্মাণের কাজ উদ্বোধন করেন। বাংলাদেশ রেলওয়ের এ অনুষ্ঠানে প্রধান অতিথি মুহাম্মাদ শামছুজ্জামান বলেন, বর্তমানে বেনাপোল বন্দরের রেলওয়ে ইয়ার্ড না থাকায় আমদানি বাণিজ্য ব্যাহত হচ্ছে। আরও গতিশীল করতে বেনাপোলে পণ্যগার নির্মাণ করা হচ্ছে। পৌনে ১ কিলোমিটার ইয়ার্ড নির্মাণে খরচ হবে ৩ কোটি ৭০ লাখ টাকা। পরবর্তীতে পণ্যগারের সংখ্যা আরও বাড়ানো হবে বলে। বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান বলেন, সরকার বেনাপোল বন্দর থেকে বছরে প্রায় ৬-৭ হাজার কোটি টাকা রাজস্ব পায়।

সর্বশেষ খবর