বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

পৌর নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষ, আহত ৬৫

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভা নির্বাচনকে ঘিরে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় শুরু হওয়া সংঘর্ষে পুলিশের হস্তক্ষেপে রাত ৮টায় নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে এক কাউন্সিলর প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর শ্বশুরের দুটি টেক্সটাইল কারখানাসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৬৫ জন আহত হয়েছেন। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে তারাব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায়। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ১৬ জানুয়ারি তারাব পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাকিন বিল্লাহ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম উপস্থিত ছিলেন। সভায় ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী রহুল আমিন ফরাজী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে মৌখিক অভিযোগ তোলেন। সভা শেষে বিকাল সাড়ে ৪টার দিকে রহুল আমিন ফরাজীর সমর্থকরা এলাকায় উটপাখি মার্কার মিছিল নিয়ে বের হন। অন্যদিকে আরেক কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকরা ডালিম মার্কার মিছিল নিয়ে বের হয়। এ সময় দুই প্রার্থীর সমর্থকরা মুখোমুখি হলে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে সংঘর্ষে পরিণত হয়। এ সময় ঘটনাস্থলের কারখানার ভিতরে থাকা ৫টি প্রাইভেটকার, ৬টি মোটরসাইকেল, ২টি পিকআপ ভাঙচুর করে। একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে উভয় পক্ষের গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে, বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরও ছয়জনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষ চলাকালে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে রাত সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং অফিসার মতিয়ার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মাহীন ফরাজী, উপজেলা নির্বাচন অফিসার মাহাবুবুর রহমান ও রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং অফিসার মতিয়ার বলেন, এ ঘটনায় দুই প্রার্থীকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সঠিক তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর