বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

নান্দনিক কাঠের সেতুতে পর্যটনের হাতছানি

দিনাজপুর প্রতিনিধি

নান্দনিক কাঠের সেতুতে পর্যটনের হাতছানি

দিনাজপুরের ঐতিহাসিক আশুড়ার বিল এবং অপরূপ শালবনকে একই সুতোয় গেঁথেছে আঁকাবাঁকা নান্দনিক কাঠের সেতু। শালবনে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি। এদের অভয়াশ্রম করার জন্য বনের গাছে গাছে রয়েছে মাটির হাড়ি। এছাড়া শীত শুরুর আগেই এখানে আসে অতিথি পাখি। আর আশুড়ার বিল বিভিন্ন জাতের মাছের ভান্ডার। কাঠের সেতুতে দাঁড়িয়ে বিল আর দুই পাশের বন দেখতে টানে ভ্রমণপিপাসুদের। এটি হতে পারে উত্তরাঞ্চলের পর্যটন ক্ষেত্রে নতুন দিগন্তের হাতছানি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিশাল আয়তনের আশুড়ার বিলের সৌন্দর্য রক্ষায় এবং সারা বছর পানি ধারণের জন্য ক্রসড্যাম নির্মাণ করা হয়েছে। এতে জীববৈচিত্র্য রক্ষা পাবে, মাছও থাকবে প্রচুর। দুই শালবনের মাঝখানে অবস্থান আশুড়ার বিলের। দুই বনকে সংযুক্ত করতে বিলের মুনির থান ঘাট থেকে দক্ষিণ-পশ্চিমে শাল কাঠ দিয়ে ৯০০ মিটার দীর্ঘ জেড আকৃতির আঁকাবাঁকা কাঠের সেতু নির্মাণ করা হয়। এ সেতুর নামকরণ করা হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কাঠের সেতু। বিলের পানি, মুক্ত বাতাস, চারপাশে সবুজ অরণ্য, পাখির কিচিরমিচির শব্দ-উড়াউড়ি মন কাড়ে প্রকৃতিপ্রেমীদের। আষাঢ়-শ্রাবণে লাল ও সাদা শাপলা বিলের স্বপ্নিল রূপ আরও ফুটিয়ে তোলে। রাতে দৃষ্টিনন্দন শেখ ফজিলাতুন্নেছা কাঠের সেতুতে রয়েছে আলোকসজ্জার ব্যবস্থা।

সর্বশেষ খবর