বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

রাবির নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মিলিত চেষ্টা

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিয়োগে নিষেধাজ্ঞা বিষয়ে নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সেই নির্দেশনা প্রত্যাহারে যৌথভাবে চেষ্টা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাজশাহী মহানগর আওয়ামী লীগ, সিটি মেয়র এবং সদর আসনের এমপি। এমন ঘোষণার পর স্থগিত করা হয়েছে রাবি ছাত্রলীগের আন্দোলন। গতকাল দুপুরে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তিনি বলেন, একটা ভুল বুঝাবুঝি থেকে আন্দোলনটা হয়েছিল। প্রধানমন্ত্রী একটি প্রতিবন্ধী ছেলেকে (বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক) নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন। সেই ছেলেটির নিয়োগের পর ছাত্রলীগ নেতারা তাদের নিয়োগের জন্য আন্দোলন করে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকায় নিয়োগ দেওয়া সম্ভব হবে না। গতকাল ভিসির সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। উল্লেখ, গত ১০ ডিসেম্বর রাবির সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। সেখানে বলা হয়, ‘প্রশাসনিক কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সব নিয়োগ কার্যক্রম স্থগিত রাখতে অনুরোধ করা হল।’

সর্বশেষ খবর