শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

এক পলক

কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তের দুটি স্থানে শূন্য লাইন থেকে ১৫০ গজের ভিতরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সম্প্রতি কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালায়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় কাজ বন্ধ হয়। এ ঘটনার পর উভয় পক্ষ সীমান্তে টহল জোরদার করেছে। বিজিবিসূত্রে জানা গেছে, এ বিষয়ে গত রবিবার বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিএসএফকে বিজিবি বেড়া স্থাপনের কাজ বন্ধ রাখতে বলে। বিএসএফ এতে সম্মত হয়। সিলেটের বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ বলেন, ফুলতলা সীমান্তে বিএসএফ বেড়া স্থাপনের চেষ্টা চালিয়েছিল। বিজিবির বাধায় তারা তা পারেনি।

-মৌলভীবাজার প্রতিনিধি

ভবন থেকে পড়ে মৃত্যু

চট্টগ্রাম নগরের কালুরঘাট শিল্প এলাকায় ভবন থেকে পড়ে জাহিদ হাসান রিমন (২৪) নামে একজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বলেন, ওই ভবনে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন রিমন। দুর্ঘটনাবশত তিনি নিচে পড়ে যান।

- নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

টিলা কাটায় জরিমানা

টাঙ্গাইলের ঘাটাইলে টিলা কাটার অপরাধে আবু বকর সিদ্দিক নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত সিদ্দিক উপজেলার জুগিয়াটেংগর গ্রামের বাসিন্দা।-টাঙ্গাইল প্রতিনিধি  এবার বসছে না ঠাণ্ডা কালীর মেলা করোনাভাইরাসের কারণে এ বছর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী ‘ঠান্ডা কালী’র মেলা বসছে না। ইউএনও লামইয়া সাইফুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রশাসন ও এলাকাবাসী জানান, ব্রিটিশ শাসনামল থেকে প্রতি বছর বাংলা বছরের পহেলা মাঘ উপজেলার ঢালুয়া ইউনিয়নের মোগরা গ্রামের একটি মাঠে ‘ঠান্ডা কালি’র মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

-লাকসাম প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর