শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

লক্ষ্মীপেঁচার সংসারে ফুটফুটে চার ছানা

কুমিল্লা প্রতিনিধি

লক্ষ্মীপেঁচার সংসারে ফুটফুটে চার ছানা

কুমিল্লা সদর উপজেলার রঘুপুর এলাকায় একটি অফিসের ফলস ছাদে বাসা তৈরি করেছে এক জোড়া লক্ষ্মীপেঁচা। এই লক্ষ্মীপেঁচার সংসারে এসেছে চারটি ছানা। লোকজন গতকাল লক্ষ্মীপেঁচার ছানাগুলো দেখতে পান। জানা যায় ওই ছাদ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে খোঁজ নিয়ে দেখা যায় অফিসের একটি কক্ষের ফলস ছাদে বাসা তৈরি করেছে লক্ষ্মীপেঁচা। ছাদে গিয়ে দেখা যায়, এক কোণায় কার্টনে বসে আছে চারটি ছানা। মানুষ দেখলেই ভয়ে জড়সড় হয়ে যায়। তাদের খাবারের জন্য চাল দেওয়া হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, লক্ষ্মীপেঁচারা পরিবেশ ও কৃষকের প্রকৃত বন্ধু।

সর্বশেষ খবর