শিরোনাম
শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

একটি রাস্তার প্রতীক্ষায়

বাবুল আখতার রানা, নওগাঁ

একটি রাস্তার প্রতীক্ষায়

গ্রামের নাম ফুলাহারা বড় সমাসপুর। এই গ্রামটি নওগাঁ জেলার পাড়ইল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অবহেলিত একটি গ্রাম। ওই গ্রামের মানুষ স্বপ্ন কবে ফুলাহারা থেকে সমাসপুর পর্যন্ত বাস্তবে রূপ নেবে রাস্তাটির। এমন প্রতীক্ষায় রয়েছেন স্থানীয় গ্রামবাসী। কিন্তু বছরের পর বছর ধরে গ্রামের মানুষ শুধু ভোগান্তি নিয়েই বসবাস করছেন। ইতিমধ্যে গ্রামবাসী ফুলাহারা থেকে ছোট সমাসপুর পর্যন্ত জমির আইলের ওপর দিয়ে প্রায় ৭০ ভাগ রাস্তা ভরাটের কাজ শেষ করেছেন। অবশিষ্ট কাজ শেষ করতে হলে দুই একজন মালিকের বাধার কারণে রাস্তাটির কাজ বন্ধ হয়ে আছে। স্বাধীনতার এত বছর অতিবাহিত হলেও ফুলাহারা বড় সমাসপুর গ্রামে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। উপজেলার মধ্যে শুধু এই গ্রামটি অবহেলিত। গ্রামটিতে সহস্রাধিক লোকের বাস। রয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। বর্ষা মৌসুমে গ্রাম থেকে বের হতে হলে জমির আইলের উপর দিয়ে পায়ে হেঁটে যেতে হয়। ভুক্তভোগী এলাকাবাসী জানান, নিয়ামতপুর উপজেলার সবচেয়ে অবহেলিত গ্রাম এটি। বর্ষার দিনে তো গ্রাম থেকে বের হওয়া দুষ্কর। গ্রামের কেউ অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। রাস্তাটি নির্মাণ করতে গ্রামবাসী উদ্যোগ নিলেও স্থানীয় ফুলাহারা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে কামাল এবং ছোট সমাসপুরের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে আলহাজ আজাহার আলীর বাধার মুখে রাস্তাটির কাজ বন্ধ হয়ে যায়।

কারণ ওই দুই ব্যক্তির জমি ওপর দিয়েই রাস্তার নির্মাণ করতে হবে। এছাড়া অন্যান্য লোকের খ  খ  জমি থাকলেও তারা বাধা না দিয়ে রাস্তা নির্মাণে সহযোগিতা করেছেন। পাড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা বলেন, ইউনিয়নের মাত্র একটি গ্রামই রাস্তা ছাড়া। গ্রামবাসী রাস্তা নির্মাণে যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই ভালো। রাস্তাটি নির্মাণের জন্য সব প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর