শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শীতে কাঁপছে উত্তরাঞ্চল

সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৭.৬

দিনাজপুর ও কুড়িগ্রাম প্রতিনিধি

উত্তরের জেলা দিনাজপুর ও কুড়িগ্রামে কয়েক দিন ধরে চলছে শীতের তীব্রতা। হিমেল হাওয়া আর কুয়াশায় দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। বোরোর বীজতলা নিয়ে চিন্তিত কৃষক। কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা। জনা যায়, বুধবার থেকে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের ওপর দিয়ে। আরও দু-এক দিন এর প্রভাব থাকবে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীতে আগুন জ্বালিয়েও নিস্তার পাচ্ছে না মানুষ। দিনের বেলাও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সন্ধ্যার পরই শহরে লোকজন কমে যায়। জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুর হোসেন জানান, দিনাজপুরের ওপর দিয়ে মৃদ্যু শৈত্য প্রবাহিত হওয়ায় ঠান্ডা বেড়ে গেছে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে পশ্চিমা বাতাস থাকায় কনকনে শীত অনুভূত হচ্ছে। এ ঠান্ডা আরও দু-এক দিন থাকবে। রবিবারের পর কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এদিকে কুড়িগ্রামে দ্বিতীয় দফা মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশায় ঢেকে থাকছে গোটা জনপদ। রাজারহাট আবহাওয়া অফিস গতকাল জানায়, ২৪ ঘণ্টায় তাপমাত্রা অনেক কমেছে। গতকাল জেলায় তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। প্রচ- ঠান্ডায় মানুষ ঘর থেকে বের হচ্ছে না। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। কষ্ট বেড়েছে গবাদি পশুরও।

দুপুর গড়িয়ে গেলেও সূর্যের দেখা মেলে না। কাজে যেতে পারছে না খেটে খাওয়া মানুষ। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর