শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

তিস্তায় বোরো সেচ উদ্বোধন আজ

লালমনিরহাট প্রতিনিধি

তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের কমান্ড এলাকায় চলতি বোরো মৌসুমে সেচ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আজ (১৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে সেচ কার্যক্রম উদ্বোধন করা হবে। নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও দিনাজপুর জেলার ১২ উপজেলায় এবার ৬২ হাজার হেক্টর জমিতে সেচ প্রদানের টার্গেট নেওয়া হয়েছে। এ জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছেন সংশ্লিষ্টরা। তিস্তা সেচ প্রকল্পের পরিচালক ও পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রকাশ ঘোষ বলেন, তিস্তা রেস্টোরেশন প্রকল্পে ‘তিস্তার বিস্তৃতি কোনো এলাকায় পাঁচ, কোথাও দেড়, আবার কোথাও তিন কিলোমিটার আছে। এই বিস্তৃতি কমিয়ে দেড় বা দুই কিলোমিটার কিংবা প্রকল্পের নকশায় যা আছে সে অনুযায়ী করা হবে। এর ফলে তিস্তার পাড়ে থাকা শত শত একর জমি পুনরুদ্ধার হবে যা ভূমিহীন মানুষ কিংবা শিল্পায়নে কাজে লাগানো হবে।

সেই সঙ্গে ড্রেজিং করে নদীর গভীরতা বাড়ানো হবে বলেও জানান তিনি। এমন মহাপরিকল্পনা নিয়ে তিস্তা অববাহিকার মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে। লাখো পরিবারের মধ্যে খুশির জোয়ার বইছে।

সর্বশেষ খবর