শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

উপবৃত্তির নামে সিম বিক্রি

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলায় শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার নামে অভিভাবকদের কাছে বেশি দামে মোবাইল সিম কার্ড বিক্রির অভিযোগ উঠেছে। রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল এ ঘটনা ঘটে। সরজমিনে দেখা যায়, স্কুলমাঠে শিক্ষার্থীদের উপবৃত্তির কাজ করছেন শিক্ষকরা। পাশে দুই যুবক অভিভাবকদের কাছে চড়া দামে মোবাইল সিম কার্ড বিক্রি করছেন। অভিভাবকদের অভিযোগ, আমাদের আগের নাম্বার দিয়ে কয়েক বার টাকা তুলেছি। স্যারেরা বলছেন আগের নাম্বারে হবে না। স্কুলে এসে নতুন সিম কিনতে হবে।

সর্বশেষ খবর