শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কৃষকের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করুন : কৃষিমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ব্রির বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের বর্ধিত জনসংখ্যার চাহিদা পূরণের লক্ষ্যে ধান উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে কাজ করুন। একই সঙ্গে তিনি ধানি জমিতে ফসলের নিবিড়তা বাড়ানো, ফসলের উন্নত প্রক্রিয়াজাতকরণ, পুষ্টিগুণসম্পন্ন নিরাপদ রপ্তানি সম্ভাবনাময় ধানের জাত উদ্ভাবনের বিষয়ে গুরুত্বারোপ করেন। গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন তিনি। মন্ত্রী বলেন, প্রতি বর্গকিলোমিটারে সর্বাধিক ঘনবসতির দেশ হওয়া সত্ত্বেও ব্রির বিজ্ঞানীদের কল্যাণে দেশ খাদ্য উৎপাদনে স্বনির্ভর অবস্থানে রয়েছে। তিনি বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।  ব্রি মহাপরিচালক ড. শাহজাহান কবীরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, জিসিসি’র মেয়র মো. জাহাঙ্গীর আলম, কৃষি মন্ত্রণালয়ের সচিব মেসবাহুল ইসলাম, বিএডিসি  চেয়ারম্যান সায়েদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর