শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার

বড় ভাইয়ের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বগুড়ার ধুনট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এফ এম ফজলুল হককে বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টি আই এম নূরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আবদুল হাই খোকনের স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কার করা হয়। ফজলুল হক বগুড়া জেলা পরিষদের সদস্য এবং ধুনট পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী এবং বর্তমান মেয়র এ জি এম বাদশাহর ছোট ভাই। জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি ধুনট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র এ জি এম বাদশাহ (জগ), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান টি আই এম নূরুন্নবী তারিক (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল (ধানের শীষ) ও কমিউনিস্ট পার্টির সাহা সন্তোষ (কাস্তে)। এদিকে ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে দল থেকে পদত্যাগ করে বিদ্রোহী প্রার্থী হয়ে ধুনট পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ জি এম বাদশাহ। তবে নির্বাচিত হওয়ার আগেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর দলীয় সিদ্ধান্তে তিনি সাধারণ ক্ষমায় ২০২১ সালের পৌর নির্বাচনে মেয়র পদে আবারও দলীয় মনোনয়নের জন্য আবেদনের সুযোগ পান। কিন্তু দলীয় মনোনয়ন পান ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান টি আই এম নূরুন্নবী তারিক। তাই আবারও তিনি বিদ্রোহী প্রার্থী হয়ে ধুনট পৌরসভার মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছেন। এ কারণে গত বুধবার ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আবারও তাকে স্থায়ী বহিষ্কার করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ জি এম বাদশাহ ধুনট পৌর শহরে বিক্ষোভ বিক্ষোভ মিছিল বের করে। তবে সেই মিছিলে নেতৃত্ব দেন তারই ছোট ভাই ধুনট পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক। এ কারণে তাকেও স্থায়ীভাবে দল থকে বহিষ্কার করেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী টি আই এম নূরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আবদুল হাই খোকন।  ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই খোকন বলেন, ফজলুল হক ২০১৫ সালে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তিনি পুনরায় সাধারণ ক্ষমায় প্রাথমিক সদস্যপদ ফিরে পান। কিন্তু ২০২১ সালে ধুনট পৌরসভা নির্বাচনে ফজলুল হক আবারও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এই বহিষ্কারের চিঠি কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যালয়ে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর