শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ঐতিহ্য হারাতে বসেছে ভীমের গড়

নজরুল মৃধা, রংপুর

ঐতিহ্য হারাতে বসেছে ভীমের গড়

রংপুরের ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভীমের গড়। এই গড় ঐতিহ্য হারাতে বসেছে। গড়ের মাটি কেটে কেউ জমি দখল করছে। আবার কেটে নিচ্ছে গড়ের মূল্যবান গাছ। বিষয়টি কেউ দেখছে না। তবে জেলা প্রশাসক বলেছেন তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নিবেন। রংপুরের ইতিহাস গ্রন্থ ও ইতিহাসবিদরা ভীমের গড় সম্পর্কে বলেছে, কৈবর্ত অর্থ জেলে, ধীবর বা মৎস্যজীবী সম্প্রদায়। এই সম্প্রদায়ের এক স্বর্ণ সন্তানের নাম ছিল দিবেবাক। স্বীয় বিদ্যা-বুদ্ধি, কর্মদক্ষতা এবং মেধার বলে তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী পাল রাজবংশের রাজা দ্বিতীয় মহীপালের সেনাপতি নিযুক্ত হয়েছিলেন। পরে দ্বিতীয় মহীপালের (১০৭০-১০৭১খ্রিঃ) কাছ থেকে রাজ্য কেড়ে নিয়ে তিনি বরেন্দ্র ভূমির ক্ষমতায় অধিষ্ঠিত হন। আর রাজ্যের রাজধানী করেন নীলফামারীর ডোমারে। কিন্তু দিবেবাকের মৃত্যু হলে তখন তাঁর ভ্রাতুষ্পুত্র ও সেনাপতি ভীম রাজা হন এবং ডোমার থেকে স্থানাস্তরিত করে নতুন রাজধানী করেন বদরগঞ্জের গোপালপুর। বহিঃশত্রুর হাত থেকে রাজধানীকে সুরক্ষিত করার জন্য তিনি লম্বা মাটির গড় নির্মাণ করেন। সেটি ভীমের গড় নামে পরিচিত। বদরগঞ্জ উপজেলায় যমুনেশ্বরী নদীর পূর্ব পাড় থেকে শুরু করে গোপালপুরের দক্ষিণ পাশ দিয়ে কিছুদূর এগিয়ে চৌদ্দভুবন বিলকে ছুঁয়ে গড়টি মিঠাপুকুর উপজেলার ধাপ, ভক্তিপুর প্রভৃতি গ্রামের ওপর দিয়ে রংপুর-বগুড়া মহাসড়কের কাছে গিয়ে ঠেকেছে। গড়টি পূর্ব-পশ্চিমে লম্বা। গড়ের অনেক স্থানে মানুষ ঘর-বাড়ি নির্মাণ করছে। এটি রংপুরে বদরগঞ্জ, মিঠাপুকুর, পীরগঞ্জ ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কিছু কিছু এলাকা পর্যন্ত বিস্তৃত। জেলা প্রশাসক আসিব আহসান বলেন, তিনি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সর্বশেষ খবর