শিরোনাম
শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শীত উপেক্ষা করে জমে উঠেছে হাকিমপুর নির্বাচন

দিনাজপুর প্রতিনিধি

শীত আর করোনাকে উপেক্ষা করে তৃতীয় ধাপে এবার সীমান্ত শহর হাকিমপুর পৌরসভা নির্বাচন প্রচার-প্রচারণায় জমে উঠেছে। পোস্টার, মাইকিং, পথসভা, গণসংযোগসহ চলছে ভোটারদের বাড়ি বাড়ি ভোট প্রার্থনা। তবে বিভিন্ন কৌশলে প্রচারণায় এগিয়ে রয়েছে আওয়ামী লীগ দলীয় প্রার্থী, বর্তমান মেয়র এন এ এম জামিল হোসেন চলন্ত (নৌকা)। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জামিল হোসেন চলন্তের নৌকা মার্কাকে বিজয় করতে মাঠে নেমেছেন উপজেলা  চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অপরদিকে, জাতীয়তাবাদি দল বিএনপির দলীয় প্রার্থী, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পীর (ধানের শীষ) প্রচারণা চলছে সমানতালে। মাইকিং আর পোস্টার প্রচারণা চলছে। পাশাপাশি পথসভায় নেমেছেন তিনি।  এ ছাড়াও পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলনের প্রার্থী সুরুজ আলী শেখ (হাত পাখা) এবং স্বতন্ত্র প্রার্থী মিসর উদ্দিন সুজন (নারিকেল গাছ)। এ ছাড়াও কাউন্সিলর পদে ৪১জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, তৃতীয় দফায় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি।

সর্বশেষ খবর