শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ঝুঁকিতে বাঁশতলা টানা ব্রিজ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ঝুঁকিতে বাঁশতলা টানা ব্রিজ

ফুলপুরে ঝুঁকিতে রয়েছে বাঁশতলা টানা ব্রিজ -বাংলাদেশ প্রতিদিন

ময়মনসিংহের ফুলপুরে ঝুঁকিতে রয়েছে বাঁশতলা টানা ব্রিজ। জানা যায়, বনগাঁও-বাঁশতলা সড়কের নুরুল ইসলাম ও আবদুল কাদিরের বাড়ি সংলগ্ন এই ব্রিজটি লোহার পাতলা পাতের ওপর ইট সিমেন্টের ঢালাই দিয়ে ১২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রশস্ত করে নির্মাণ করা হয়। এখান থেকে রৌহার বন্দ, বাঁশতলা ও বনগাঁওসহ কয়েকটি বিলের পানি খরিয়া নদীতে নামে। এ ছাড়া ডেফুলিয়া, বাঁশতলা, কুঁড়িপাড়া, বনগাঁও, সলঙ্গা, শিলপুর ও বালিঝুড়িসহ প্রায় ১০ গ্রামের লোকজন এই ব্রিজ দিয়ে চলাচল করেন। ২০০২ সালে ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিনে লোহার পাত ক্ষয় হয়ে খুবই হালকাভাবে ঝুলে আছে। ভারী যানবাহন উঠলে যে কোনো সময় ব্রিজটি ভেঙে পড়তে পারে। তাই জরুরিভিত্তিতে ব্রিজটি বড় ও প্রশস্ত করে নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জাকারিয়া আলম বলেন, শিগগিরই ব্রিজটি ভিজিট করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর