শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

নেত্রকোনায় এক বছরে ২২১ অস্বাভাবিক মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় এক বছরে  ২২১ অস্বাভাবিক মৃত্যু

২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত গত এক বছরে নেত্রকোনা জেলায় ২২১টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগের বছর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ছিল ১৭৪টি। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল সূত্র জানায়, জেলায় ২০২০ সালের জানুয়ারি মাসে ৬টি, ফেব্রুয়ারি মাসে ১৬টি, মার্চ মাসে ১৮টি, এপ্রিল মাসে ২১টি, মে মাসে ১৪টি, জুন মাসে ২৬টি, জুলাই মাসে ২৩টি, আগস্ট মাসে ২৫টি, সেপ্টেম্বর মাসে ২২টি, অক্টোবর মাসে ২৬টি, নভেম্বর মাসে ১৩টি ও ডিসেম্বর মাসে ১১টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে জানা যায়, এসব অস্বাভাবিক মৃত্যুর বেশির ভাগ ঘটেছে সড়ক দুর্ঘটনায়। যা মানুষের মাঝে এখন চরম আতঙ্কের আর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়াও অস্বাভাবিক মৃত্যুর মধ্যে রয়েছে হত্যা, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা, বিষপানে আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ও পানিতে ডুবে মৃত্যু। সচেতন বিশ্লেষকদের মতে অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়েও অনেক বেশি। এ ছাড়াও জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে লাশ দাফনের ব্যবস্থা করায় তা সরকারি হিসাবে নথিভুক্ত হয় না। ‘নিরাপদ সড়ক চাই’ এর সংগঠকরা বলছেন, সড়ক দুর্ঘটনা রোধে সবার আগে বিআরটিএ কর্তৃপক্ষের উদ্যোগে রাস্তায় কীভাবে গাড়ি চালাতে হয় সে সব নিয়ম কানুন সম্পর্কে চালকদের প্রশিক্ষণ দিতে হবে।

পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, পুলিশ বিভাগের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন মেনে চলতে চালক, হেলপার ও পথচারীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম চালানো হচ্ছে। প্রতিনিয়ত ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে।

 এ ছাড়াও জেলা আইনশৃঙ্খলা সমন্বয় সভায় পুলিশ বিভাগের পক্ষ থেকে বার বার অনুরোধ জানানো হচ্ছে যে, বিআরটিএ কর্তৃপক্ষের মাধ্যমে যেন অদক্ষ চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

সর্বশেষ খবর