শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

জোড়া লাগানো শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জোড়া লাগানো শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পেট জোড়া লাগানো জন্ম নেওয়া যমজ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। গতকাল সকালে তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর মহল্লায় শিশুদের বাড়িতে গিয়ে তাদের বাবা হোটেল শ্রমিক রুবেলের হাতে ৫০ হাজার টাকা, চারটি কম্বল এবং ঢাকা যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার চন্দন কর প্রমুখ। প্রসঙ্গত, সোমবার সকালে রাজশাহী মেডিকেলে সিজারের মাধ্যমে পেট জোড়া লাগানো দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম দেন বিদিরপুর মহল্লার রুবেলের স্ত্রী আঙ্গুরী বেগম। শিশু দুটির মধ্যে একটি ছেলে অপরটি মেয়ে। তাদের পৃথক লিঙ্গ থাকলেও কোনো পায়ুপথ নেই। বর্তমানে শিশু দুটি সুস্থ রয়েছে। কিন্তু অসহায় পিতা রুবেল শিশুর চিকিৎসা খরচের জন্য বিপাকে পড়েন।

সর্বশেষ খবর