শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মোংলায় ১২ কেন্দ্রে ইভিএম নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী

বাগেরহাট প্রতিনিধি

আজ বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন। ফলে সব কেন্দ্রে যেতে শুরু করেছে নির্বাচনী সরঞ্জামাদি। পৌরসভার নয়টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ। সহকারী রিটার্নিং অফিসার মো. আবদুল্লাহ আল মামুন জানান, ১২ কেন্দ্রের জন্য মোট ১৩৮টি ভোটিং মেশিন পাঠানো হচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী বলেন, মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে ভোট দিতে পারেন তার জন্য ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‌্যাব- পুলিশ মোতায়েন থাকবে।

 এদিকে কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ না থাকলেও সবগুলোকেই অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি। এ নির্বাচনে তিনজন মেয়র, ৩৫ জন কাউন্সিলর ও ১২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোংলা পোর্ট পৌরসভার মোট ভোটারের সংখ্যা ৩১ হাজার ৫২৮ জন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৬৮১ জন এবং নারী ১৪ হাজার ৮৪০ জন। এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে হতে যাচ্ছে ভোট গ্রহণ।

সর্বশেষ খবর