শিরোনাম
শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

‘ভারতে ইলিশ যাচ্ছিল ফেনসিডিলের বিনিময়ে’

প্রতিদিন ডেস্ক

জয়পুরহাটের সীমান্তে ৭৫ কেজি ইলিশ মাছ ধরা পড়েছে, যেগুলো ‘ফেনসিডিলের বিনিময়ে ভারতে পাচার’ হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি। গতকাল পাঁচবিবি উপজেলার কয়া ভূঁইডোবা সীমান্তে এ অভিযান চালানো হয় বলে বিজিবি কয়া ক্যাম্প কমান্ডার সুবেদার আলমগীর হোসেন জানান।

বিজিবির এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়, কয়া ক্যাম্প এলাকার ভূঁইডোবা সীমান্তপথে বাংলাদেশে মাদকদ্রব্যগুলো নিয়ে আসা হচ্ছিল এবং ভারতে ইলিশ মাছগুলো পাচার করা হচ্ছিল। এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে কয়া মাঠ থেকে ফেনসিডিল ও মাছগুলো জব্দ করা হয়। জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক মুহম্মদ ফেরদৌস হাসান টিটোও জানান, জব্দ ফেনসিডিল ধ্বংসের জন্য বিজিবি ব্যাটালিয়ন গুদামে জমা দেওয়া হয় ও ইলিশ মাছগুলো সীমান্ত এলাকার কয়েকটি এতিমখানায় এতিমদের মাঝে বিতরণ করা হয়।

সর্বশেষ খবর