শিরোনাম
শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

তিন জেলায় সড়কে ঝরল পাঁচ প্রাণ, আহত ৩০

প্রতিদিন ডেস্ক

বগুড়ায় গতকাল যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। একই দিন খুলনা ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী ও সাভারে বাস চাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- বগুড়া : শেরপুরে সরকার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষে অজ্ঞাত ব্যক্তিসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দশ বাসযাত্রী। বিকালে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরমধ্যে গুরুতর ছয়জনকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের একজন হলেন জামাল হোসেন (৪২)। তার বাড়ি শাজাহানপুর উপজেলায়। খুলনা : সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্টে ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। সাভার : সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসষ্ট্যান্ড এলাকায় বাস চাপায় রিয়াজুল ইসলাম (২৪) নামে তৈরি পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। রিয়াজুলের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নছোপা গ্রামে। এদিকে, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এর সামনে সাভার পরিবহনের একটি বাসের ধাক্কায় ঠিকানা পরিবহনের ২০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর