শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীর কারাদন্ড

ভেকু-ট্রাক ভাঙচুর

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজারে কৃষিজমি ও খালের মাটি কেটে বিক্রির অভিযোগে রাজিব ভুইয়া (১৯) নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন এই দন্ড দেন। এর আগে তাকে ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকা থেকে আটক করা হয়। দন্ডপ্রাপ্ত রাজিব উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের আরজান মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী, ফাউসা, ছোট ফাউসা, মারুয়াদীসহ বিভিন্ন এলাকা থেকে ফসলি জমি ও খালের মাটি খনন করে বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার উত্তেজিত জনতার রোষানলে ভেকু ও ড্রাম ট্রাকের শ্রমিকরা পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী ভেকু ও কয়েকটি ট্রাক ভাঙচুর করে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেনের নেতৃত্বে আড়াইহাজার থানা পুলিশ রাজিবকে আটক করে।

সর্বশেষ খবর