রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

সুনামগঞ্জ সদরে দ্বিতীয় মেয়াদে মেয়র হলেন নাদের বখত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদরে দ্বিতীয় মেয়াদে মেয়র হলেন নাদের বখত

সুনামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাদের বখত প্রতিদ্বন্দ্বী বিএনপির মোর্শেদ আলমকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছেন। নৌকা প্রতীক নিয়ে নাদের বখত পেয়েছেন ২১ হাজার ৬৬৯ ভোট। বিএনপির মোর্শেদ আলম পেয়েছেন ৫ হাজার ৮৮৫ ভোট। গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার ২৩ কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের পর সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ বেসরকারি ফলাফল পাওয়া গেছে। নাদের বখত সুনামগঞ্জে মুক্তিযুদ্ধের সংগঠক হোসেন বখতের ছেলে। তাঁর দুই সহোদর প্রয়াত মনোয়ার বখত নেক ও প্রয়াত আয়ুব বখত এর আগে পৌরসভার চেয়ারম্যান ও মেয়র ছিলেন। মেয়র থাকাকালে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখত জগলুলের মৃত্যুর পর উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকেও পরাজিত করেছিলেন নাদের বখত। তাঁর বিজয়ে নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এদিকে ছাতক পৌরসভায় চতুর্থ মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১২ হাজার ৮২৩ ভোট। তাঁর নিকটতম বিএনপির রাশিদা আহমদ ন্যান্সি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৯০৮ ভোট।

এছাড়া, জগন্নাথপুর পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার চামচ প্রতীক নিয়ে ৮ হাজার ৩৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মিজানুর রশীদ ভূঁইয়া নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ১৮ ভোট।

সর্বশেষ খবর