রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মানিকগঞ্জে ব্যস্ত মৌচাষিরা

মো. কাবুল উদ্দিন খান, মানিকগঞ্জ

মানিকগঞ্জে ব্যস্ত মৌচাষিরা

মানিকগঞ্জে সরিষার ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। এবার সরিষার আবাদ কিছুটা কম হলেও মধুর মান এবং সংগ্রহ ভালোই হয়েছে বলে জানান তারা। মৌয়ালিরা জানান, এবার বর্ষার পানি নামতে দেরি হওয়ায় সরিষা আবাদও দেরিতে হয়েছে। এ কারণে মধু সংগ্রহ শুরু হয়েছে দেরিতে। তবে আবহাওয়া অনুকূলে থাকায় মধু সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় খুশি মৌচাষিরা। গত বছরের চেয়ে সরিষার আবাদ কিছুটা কম হলেও ফলন ভালো হয়েছে। হলুদে হলুদে ছেয়ে গেছে সরিষার মাঠ, আর এ কারণেই সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করতে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনাসহ কয়েকটি জেলা থেকে এসেছেন অর্ধশত মৌচাষি। সরিষা খেতের আইলে মৌবাক্স বসিয়ে সংগ্রহ করছেন মধু। সাতক্ষীরা থেকে আসা মৌচাষি সেলিম রেজা এবারও সদর উপজেলার মুলজান এলাকা থেকে মধু সংগ্রহ করছেন। দীর্ঘদিন ধরে তিনি এখান থেকে মধু সংগ্রহ করেন। সেলিম রেজা জানান, তারা সপ্তাহে একবার বাক্স থেকে মধু সংগ্রহ করেন। প্রতি বাক্সে চার থেকে পাঁচ কেজি মধু পাওয়া যায়। এভাবে শতাধিক বাক্স থেকে প্রতি সপ্তাহে ১০ থেকে ১২ মণ মধু সংগ্রহ হয়। তিনি আরও বলেন, করোনার পাদুর্ভাব থাকায় মধুর চাহিদা বেড়েছে। এবার আবহাওয়া ভালো থাকায় মধু সংগ্রহ হচ্ছে বেশি। বর্তমানে প্রতি কেজি মধু বিক্রয় করছেন ৩৫০ টাকায়। তিনি আরওও বলেন, মানিকগঞ্জে সরিষার মধু সংগ্রহ শেষপর্যায়ে। এখন আমরা কালোাজিরার ফুল থেকে মধু সংগ্রহ করব। এর পর মধু সংগ্রহ করা হবে লিচুবাগান থেকে। খামারে মধু কিনতে আসা রিয়াজুল ইসলাম ও হানিফ বলেন, মানে খাঁটি এবং দামে কিছুটা কম পাওয়ায় দুজনে চার কেজি মধু ক্রয় করলাম। খুচরা ও বিভিন্ন হারবাল কোম্পানির  কাছে পাইকারি মধু বিক্রয় করে থাকেন মৌচাষিরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের   উপ-পরিচালক  কৃষিবিদ শাহজাহান আলী বিশ্বাস  জানান, এ বছর বর্ষার পানি  নামতে দেরি হওয়ায় সরিষার আবাদ কিছুটা কম হয়েছে। মধু সংগ্রহের সঙ্গে সরিষায় পরাগায়ণ হয়ে সরিষার  ফলন ভালো হয়েছে। সেই সঙ্গে মানুষ খাঁটি মধু পাচ্ছে।

 

সর্বশেষ খবর