রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শ্রমের হাটে শীতের হানা

কাজ না পেয়ে ফিরে যাচ্ছেন দিনমজুররা

প্রতিদিন ডেস্ক

শ্রমের হাটে শীতের হানা

দিনাজপুরে কুয়াশা থেকে রক্ষায় ঢেকে দেওয়া হয়েছে বীজতলা

রংপুরে শ্রমের হাটে প্রভাব পড়েছে শীতের। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ। গতকাল  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের খবর- রংপুর নগরীর বেতপট্টি এলাকায় শ্রম বিক্রির জন্য এসেছেন আমজাদ আলী। শনিবার দুপুর ২টা পর্যন্ত অপেক্ষা করে কাজ না পেয়ে বাড়ি ফিরে গেছেন। বাড়িতে তার স্ত্রী-সন্তান আছে। আমজাদ জানান, শ্রম বিক্রি করতে না পারায় তাকে স্ত্রী-সন্তান নিয়ে আধপেটা থাকতে হবে। মেডিকেল পূর্বগেটে প্রতিদিন শ্রম বিক্রি করতে গঙ্গাচড়া থেকে আসেন আমিনুল। তিনিও গতকাল দুপুর পর্যন্ত কাজ না পেয়ে পরিচিত একজনের কাছ থেকে টাকা ধার নেন। কয়েকদিন ধরে এ অঞ্চলে কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় বিপর্যন্ত জনজীবন। অনেকে কাজ বন্ধ রাখায় শ্রমজীবী মানুষ পড়েছেন বিপাকে। বেসরকারি এক পরিসংখ্যান মতে, উত্তরাঞ্চলের ১৬ জেলায় প্রায় ১০ লাখ শ্রমিক রয়েছেন যারা দিন হাজিরায় শ্রম বিক্রি করেন। এদের কেউ বাসাবাড়িতে কামলা, কৃষাণ, কেউ রাজমিস্ত্রির, কেউ কাঠমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করেন। প্রতিদিন জেলা শহরের একটি নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে থাকেন তারা। দিনাজপুর : জেলায় শীতের তীব্রতা বেড়েছে। সকাল ও রাতে হিমেল হাওয়া আর কুয়াশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এ অঞ্চলের ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। বীজতলা নিয়ে চিন্তিত কৃষক। শীত ও ঘন কুয়াশার কারণে বোরো বীজতলা নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। চিরিরবন্দরের নান্দেড়াই গ্রামের কৃষক শওকত আলী জানান, শিশিরের কারণে বীজতলা প্রায়ই নষ্ট হতে বসেছে। পলিথিন দিয়ে ঢেকে বীজতলা রক্ষার চেষ্টা চলছে। গতকাল দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। লালমনিরহাট : তীব্র শীতে কাঁপছে লালমনিরহাট। গত ৩ দিন থেকে দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জবুথবু হয়ে পড়েছে জনজীবন। ছিন্নমূল মানুষরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন। নীলফামারী : ঘন কুয়াশার কারণে গতকাল সৈয়দপুর বিমানবন্দরে সময়মতো উড়োজাহাজ ওঠানামা করতে পারছে না। ফলে সকালের চারটি উড়োজাহাজ সঠিক সময়ে ছেড়ে যেতে পারেনি। বিমানবন্দর সূত্র জানায়, সকাল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা  রেকর্ড করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর