রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে বই ও ভাতা উত্তোলন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় ভুয়া শিক্ষাপ্রতিষ্ঠান দেখিয়ে বই, সরকারি ভাতা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, জমিদাতার ছেলেকে পরিচালনা কমিটির সভাপতি বানিয়ে এক একবার একেক রকম স্বাক্ষর করে দেওয়া হয়েছে শিক্ষক নিয়োগ। জালিয়াতির স্বীকার লোকজন উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিলেও প্রতিকার হয়নি।

সরজমিন দেখা যায়, পূর্বধলা উপজেলার শুভখাই গ্রামের রজব আলী ১৯৭৮ সালে শুভখাই এবতেদায়ী মাদ্রাসার নামে ৪২ শতাংশ জমি দেন। ওই জমিতে শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো চিহ্নমাত্র নেই। ঘাস খাচ্ছে গরু। অথচ কাগজপত্রে রয়েছে এবতেদায়ী মাদ্রাসার নামে প্রতিবছর সরকারি বইসহ বিভিন্ন ভাতা উত্তোলনের প্রমাণ। এলাকাবাসী জানান, ২০১৩ সাল থেকে ভূয়া কমিটি করে সভাপতির স্বাক্ষর নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেখিয়ে শিক্ষক নিয়োগ করা হয়েছে। ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণসহ পাশের হার ভালো দেখিয়ে এমপিওভুক্ত করতেও আবেদন করেছে। কাগজেপত্রে উল্লেখিত ভবন, টিউবওয়েল, বেঞ্চসহ কিছুই নেই। জমিদাতার ছেলে ফজলুল হককে সভাপতি বানিয়ে স্বাক্ষরিত বিভিন্ন কাগজে রেজুলেশনে বিভিন্ন কার্যক্রম রয়েছে। স্বাক্ষরেও রয়েছে ভিন্নতা। সভাপতিসহ সাত সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি করলেও সদস্যরা জানেন না কেউই। ফজলুল হক জানান আমার স্বাক্ষর আমিই জানিনা। অভিযুক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, এ বিষয়ে প্রধান শিক্ষক আশরাফুল আলমের সঙ্গে কথা বলেন। তিনি কিছুই জানেন না। প্রধান শিক্ষক আশরাফুল আলম জানান, তিনি এখন এই প্রতিষ্ঠানের সঙ্গে নেই। উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী করোনাকালীন ভাতার তালিকা পাঠানোর কথা স্বীকার করে বলেন, আমি তালিকা পাঠিয়েছি কিন্তু পেয়েছে কিনা জানিনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম বলেন, এলাকায় কিছু সমস্যা আছে। অনিয়মের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর