রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিস্তীর্ণ মাঠে সরিষা চাষ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ মাঠে হলুদের ছড়াছড়ি। এই জেলার রানীনগর উপজেলার বিভিন্ন গ্রামে দিগন্তজোড়া মাঠ হলুদে ছেঁয়ে গেছে। যতদূর চোখ যায় শুধু সরিষা ফুলের হলুদের সমারোহ। মৌ মৌ গন্ধ চারদিক। আবহাওয়া অনুকূল থাকায় চলতি মৌসুমে উপজেলায় সরিষার ফলন গত বছরের চেয়ে দ্বিগুণ পাওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা। জানা যায়, চলতি মৌসুমে রানীনগর উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল প্রায় তিন হাজার হেক্টর জমি। চাষ হয়েছে দুই হাজার ৫৬০ হেক্টরে। কৃষি অফিসের সহায়তায় ও পরামর্শ নিয়ে উচ্চ ফলনশীল জাতের বিনা-৪, বারি ১৪/১৫/১৭ জাতের সরিষা চাষ করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে বিঘাপ্রতি পাঁচ থেকে সাত মণ হারে সরিষা পাওয়ার আশা করছে কৃষি অফিস। আমন ধান ঘরে তোলার পরই কৃষকরা ওই জমিতে সরিষা চাষ করেন। উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা তাদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন। ইতিমধ্যে বিভিন্ন এলাকার মাঠে সরিষা দানা বাধতে শুরু করেছে। কোথাও ফুটতে শুরু করেছে ফুল। এই ফসল ঘরে তোলার পর ওই জমিতেই কৃষক ইরি-বোরো চাষ করেন।

সর্বশেষ খবর