শিরোনাম
রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত বাংলাদেশের বুকে লাগে

-------------- ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হানা মানে বাংলাদেশের বুকে আঘাত হানা। ভাস্কর্যের বিপক্ষে ভূমিকা রাখা যাবে না। ভাস্কর্য আর মূর্তি এক নয়। যারা ভাস্কর্য নিয়ে কথা বলছেন তারা ধর্মীয় দলের বা মতের নন। আন্দোলন-সংগ্রামে ব্যর্থ দলটি ভাস্কর্য অসাম্প্রদায়িক বাংলাদেশে আবারও জঙ্গিবাদ চাঙ্গা করতে ষড়যন্ত্রে লিপ্ত। বাংলার মাটিতে নৈরাজ্য এবং মৌলবাদের বিস্তারের সুযোগ নেই।

বাঞ্ছারামপুর ফরদাবাদে ডক্টর রওশন আলম কলেজের আনোয়ার মান্নাফ ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধান অতিথির বক্তব্যে তিনি গতকাল এ কথা বলেন। ডক্টর রওশন আলম কলেজের সভাপতি মেজর (অব.) খন্দকার নুরুল আফসারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন  সায়েদুল ইসলাম ভূঁইয়া বকুল, কাজী জাদিদ আল রহমান জনি, মো. তফাজ্জল হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর