রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

এক পলক

ধর্ষণের বিচার দাবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ধর্ষণের বিচার দাবিতে গতকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন হয়েছে। বক্তব্য রাখেন ধর্ষণের শিকার কিশোরী ও তার পরিবারের সদস্যরা। গত ৫ জানুয়ারি রাতে ধর্ষণের ঘটনা ঘটে। এ ব্যাপারে ১২ জানুয়ারি কালিয়াকৈর থানায় মামলা হয়েছে।  কালিয়াকৈর থানার এসআই রাজিব সিকদার জানান, এ ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেফতার করা হবে।

-কালিয়াকৈর প্রতিনিধি

মতবিনিময়

পটুয়াখালীর বাউফলের স্কুল-কলেজ-মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাবেক চিফ হুইপ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠানসমূহের সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ আ স ম ফিরোজ এমপি। শনিবার বাউফল উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আ স ম ফিরোজ এমপি বলেন, শিক্ষক হচ্ছেন জাতি গঠনের কারিগর। শিক্ষাবান্ধব শেখ হাসিনার সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে স্মরণকালের উন্নয়ন হয়েছে। শিক্ষকদের সম্মান ও সম্মানী বেড়ে দ্বিগুণ ছাড়িয়ে গেছে। বর্তমান সরকারের ডিজিটাল ব্যবস্থাপনার কারণে করোনাকালেও অনলাইন পদ্ধতিতে শিক্ষাব্যবস্থা চালু রাখা  হয়েছে। -বাউফল প্রতিনিধি

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির কেন্দ্রীয় নেতারা। জাতির পিতার সমাধি সৌধে গতকাল পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শহীদদের আত্মার মগফিরাত কামনায় ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়। বীর মুক্তিযোদ্ধা এমএ রাজ্জাকের নেতৃত্বে শাজাহান মিয়া, আমজাদ দেওয়ান, জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।-গোপালগঞ্জ প্রতিনিধি

মাদকসহ আটক

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মাদকসহ সুজন মিয়াকে (২২) আটক করেছে পুলিশ। সে ঝিনাইগাতী উপজেলার ডাকাবর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, সুজন শুক্রবার গভীর রাতে ভারত সীমান্ত দিয়ে চোরাই পথে মদ আমদানি করছিল। এ সময় পুলিশের সন্দেহ হলে সুজনের শরীর ও একটি বাজারের ব্যাগে থেকে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করে। ঝিনাইগাতী থানার ওসি জানান, অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।-শেরপুর প্রতিনিধি

শিক্ষকের ওপর হামলা

টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় চেয়ারম্যান এম ওয়াজেদ আলীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা কলেজ শিক্ষক সমিতি। গতকাল উপজেলার মোখতার ফোয়ারা চত্বরে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন অধ্যক্ষ এম এ রউফ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক-ই রাসেল, অধ্যক্ষ সাঈদ আজাদ প্রমুখ। শুক্রবার রাতে পৌর এলাকায় ওয়াজেদ আলীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

 -সখীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর