রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভারতীয় পিঁয়াজে আগ্রহ নেই আমদানিকারকদের

দিনাজপুর প্রতিনিধি

আমদানি শুল্ক বৃদ্ধি, বাজারে দেশি পিঁয়াজের কম দাম এবং ভারতীয় পিঁয়াজের চাহিদা না থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পিঁয়াজ আনছেন না আমদানিকারকরা। ২ জানুয়ারি হিলি দিয়ে পিঁয়াজ আমদানি শুরু হলেও ১৩ জানুয়ারি থেকে ভারতীয় পিঁয়াজ আনছেন না তারা। গত ১৩ ও ১৪ জানুয়ারি বন্দর দিয়ে কোনো পিঁয়াজ আসেনি। ক্রেতা সোহেল রানাসহ কয়েকজন বলেন, বর্তমানে বাজারে ভারতীয় ও দেশি পিঁয়াজের দাম প্রায় একই। দেশি পিঁয়াজের স্বাদ ও মান ভালো হওয়ায় এ পিঁয়াজ কেনাই ভালো। দিনাজপুর শহরের বাহাদুর বাজারের পিঁয়াজ ব্যবসায়ীরা জানান, সবসময়ই বাজারে দেশি পিঁয়াজের চাহিদা বেশি। আমদানি করা পিঁয়াজের দাম কম থাকায় বাধ্য হয়েই ভারতীয় পিঁয়াজ কেনেন ক্রেতারা। বর্তমানে ভারতীয় পিঁয়াজের চেয়ে দেশীয় পিঁয়াজের দাম কম থাকায় ভারতের পিঁয়াজ কিনছেন না ক্রেতারা।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, ভারতীয় ও দেশি পিঁয়াজের মধ্যে ৫-১০ টাকা পার্থক্য থাকলে ভারতীয় পিঁয়াজের চাহিদা থাকে। বর্তমানে বাজারে দেশীয় ও আমদানি করা ভারতীয় পিঁয়াজও একই দামে বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর