সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ঘন কুয়াশায় ফেরি বন্ধ, ভোগান্তি

রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশায় ফেরি বন্ধ, ভোগান্তি

ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৯ ঘণ্টা ফেরি বন্ধ ছিল। এতে ভোগান্তির শিকার হন যাত্রী ও যানবাহন চালকরা।

জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। কুয়াশার ঘনত্ব কমে গেলে ৬ ঘণ্টা পর গতকাল সকাল ৭টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর কিছুক্ষণ পর আবার ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। দ্বিতীয় দফায় তিন ঘণ্টা বন্ধ রাখার পর সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক ঘোষণা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে শত শত যানবাহন। তীব্র শীত ও কুয়াশায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রী-চালকদের। কুয়াশার কারণে রাতে অনেক সবজিবাহী ট্রাক আটকা পড়ে দৌলতদিয়া প্রান্তে। যাত্রী ও চালকরা বলেন, কয়েকদিন তীব্র শীত থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক ছিল। শনিবার মাঝরাত থেকে ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় যে গাড়ি আটকা পড়েছে তার চাপ কাটিয়ে উঠতে সময় লাগবে।

সর্বশেষ খবর